পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে অনলাইন লটারিতে ঠিকাদার নির্বাচন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ২০২৪-২৫ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল (রাজস্ব স্থানান্তর) ও আন্ত জেলা ও আন্ত উপজেলা খেয়াঘাট প্রকল্পের অর্থায়নে জনগুরুত্বপূর্ণ ৫টা প্রকল্প বাস্তবায়নের জন্য অনলাইন লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন সম্পন্ন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সরকারি কর্মকর্তা, ঠিকাদার ও সাংবাদিকদের উপস্থিতিতে অনলাইনে লটারি সম্পন্ন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাস, কৃষি ব্যাংক ম্যানেজার মো. হাদিসুজ্জামান, ঠিকাদার সেলিম রেজা লাকি, সাইফুল ইসলাম, ডালিম, সহ অন্যান্য ঠিকাদার গণ উপস্থিত ছিলেন। জেলা ও আন্ত উপজেলা খেয়াঘাটের অর্থ সংক্রান্ত প্রকল্প সমূহে- অনলাইনে ঠিকাদার নির্বাচন প্রাপ্তরা হলেন, তাবাসসুম ট্রেডার্স, সীমা এন্টারপ্রাইজ ও ভাই ভাই এন্টারপ্রাইজ। রাজস্ব স্থানান্তর প্রকল্পে নির্বাচিত ঠিকাদার রেবেকা এন্টারপ্রাইজ ও মেসার্স জিএম মন্টু। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, অনলাইনে লটারিতে ঠিকাদার নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে উপজেলার জনগুরুত্বপূর্ণ ৫টি প্রকল্প বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল। প্রকল্প সমূহ বাস্তবায়ন হলে এ জনপদের অমুল পরিবর্তনে সহায়ক হবে।