আজ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড(পিএলসি) কালিগঞ্জ শাখায়, ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা
বর্তমান সাতক্ষীরা ডেস্ক :আজ ১৯/৯/২০২৪ দুপুর ১২.১৫ মিনিটে F.S.I.B.L কালিগঞ্জ শাখায়, আমি নিজে আমার নিজস্ব একাউন্টের একটি চেক নিয়ে ৯০০০/ টাকা উত্তোলন কালে ক্যাশিয়ার বরাবর জমা দিলে তিনি জানান, ব্যাংকের হেড অফিস থেকে মৌখিক নির্দেশনা আছে ৫০০০/ টাকার বেশি প্রদান না করার জন্য। এ সময় আরও উপস্থিত গ্রাহক তাদের ৫০০০/ বেশি প্রয়োজনের কথা উল্লেখ করলে তিনি উত্তেজিত হয়ে, সেকেন্ড ম্যানেজার (অপারেশন) কাজী নুরুল্লাহ এর কাছে পাঠান। কাজী নুরুল্লাহ বলেন একাউন্টে এক কোটি টাকা থাকলেও তিনি এই মুহূর্তে ৫০০০/ টাকার বেশি দিতে অপারগ। তবে এ সমস্যা সাময়িক এবং বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা চলছে। ব্যাংক কর্তৃপক্ষ আশা করেন এ মাসের মধ্যে তাদের এ সমস্যার সমাধান হবে। তখন আমি নিজেকে গণমাধ্যম কর্মী পরিচয় দিয়ে এ ব্যাপারে বক্তব্য প্রদান করতে বললে তিনি এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন। তবে গ্রাহকরা তাদের কাঙ্ক্ষিত যে সেবা পাওয়ার অধিকার রাখেন তা না পেয়ে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করে ব্যাংক ত্যাগ করেন।