সাতক্ষীরা

সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার প্রত্যয়ে সাতক্ষীরায় ভিডিপি দিবস পালিত

আবু জাফর

সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকারকে দৃঢ় করার প্রত্যয়ব্যক্ত করে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় গ্রাম প্রতিরক্ষা দল(ভিডিপি) এর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভিডিপি দিবস পালিত হয়েছে। রবিবার (৫ই জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বেলুন উড়িয়ে ভিডিপি দিবস ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। জেলা কমান্ড্যান্ট আশরাফুজ্জামান, পরে জেলা কমান্ড্যান্টের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সাতক্ষীরা শহরের নবারুন বালিকা উচ্চ বিদ্যালয় মোড় এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক আলমগীর হোসেন, সহকারী পরিচালক জিহাদ উদ্দিন, সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুটেন্ট মিয়াজান আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমানসহ অন্যান্য উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ উপজেলা প্রশিক্ষক- প্রশিক্ষিকাগণ। ১৯৭৬ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে ভিডিপি সদস্যরা দেশের আর্থ- সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তামূলক কাজে সহায়তা করে এবং সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব (সড়ক নিরাপত্তা, নির্বাচন, দুর্গাপুজা ইত্যাদি) পালন করে ভিডিপি সদস্যরা জনমনে আস্থার জায়গা করে নিয়েছে। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতি উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য উপস্থিত সকলে প্রত্যয় ব্যক্ত করেন। এসময় ভিডিপি দিবসে আগত ভিডিপি সদস্যরা বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ- গৃহপালিত পশুপালন, মৎসচাষ, বৃক্ষরোপনসহ বিভিন্ন কার্যক্রমকে বেগবান করার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button