কালিগঞ্জ
কালীগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করেছে। বুধবার( ১ জানুয়ারি) বেলা ১১ টায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বাইর হয় পরে আলোচনা সভা হয়। সকাল ১১ টায় উপজেলা বিএনপির কার্যালয়ের প্রাঙ্গণ থেকে র্যালিটি বাইর হয়। 2025 সালের নতুন বছরের শুরুতেই ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে র্যালিতে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয় । কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু ফরহাদ সাদ্দামের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ পারভেজ ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মুজাফফর হোসেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি শেখ নুরুজ্জামান প্রমূখ সহ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়কবৃন্দ, কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র আগামীর রাষ্ট্রনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় আগামীর জাতীয়তাবাদী ছাত্রদল হবে তারুণ্যই উদ্ভাসিত, সুখী সমৃদ্ধ উন্নয়নশীল বাংলাদেশের কর্ণধর। ছাত্রদল নতুন বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। বৃহস্পতিবার কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।