দুই শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারকে মধ্যাহ্নভোজ করালেন উদারতা
প্রেস বিজ্ঞপ্তি
আশাশুনি উপজেলার শ্রীউলাতে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ” অসহায়ত্বের খোঁজে, মনুষ্যত্বের পাশে” স্লোগানকে সামনে রেখে ১২ অক্টোবর দুপুরে মধ্যাহ্নভোজ এর আয়োজন করেন জেলার অন্যতম প্রবীণ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদারতা । উক্ত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানটি আলা-আমিনের দিকনির্দেশনায় সংগঠনের নির্বাহী পরিচালক প্রতিষ্ঠানটির পক্ষ হতে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মধ্যাহ্নভোজ শেষ মোমেনা বেগম জানান ” আমার সাথে থাকে অসহায় নাতি অনেকদিন ধরে গোস্ত কেনার কথা বলছে পারছিলাম না , আজ ভাইরা আমার আর নাতির নেমতন্ন করে পেট ভরে গরুর আর খাসির গোস্ত দিয়ে ভাত খাওয়াছে আমি অনেক খুশি ভাইদের জন্য দোয়া করি” । অন্যান্যদের ভিতরে উপস্থিত ছিলেন তাহের, দেলোয়ার, ফুয়াদ, আরিফ, হাসিব, মইনুর, হাবিব, নজরুল, আশিক , নুরুল আমিন, সেলিম সহ প্রমুখ। মহাইমিনুল ইসলামের সভাপতিত্বে রোকনুজ্জামানের পরিচালনায় সমগ্র মধ্যাহ্নভোজ কার্যক্রমের ব্যবস্থাপনায় ছিলেন মোস্তাফিজুর রহমান। প্রতিষ্ঠানটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আমিনূল ইসলাম ব্লু , আতাউল্লাহ চৌধূরী, জিতু চৌধূরী, আবুল হোসেন উপস্থিত থেকে সমগ্র কার্যক্রমটির তত্ত্বাবধায়ন করেন।
One Comment