সর্বশেষ খবর

শেখ হাসিনা দাসত্বের শৃঙ্খলে দেশের জনগণকে বন্দী করতে চেয়েছিলেন, জামায়াতের আমির

 পাইকগাছা সংবাদদাতা

ভারতের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, বিগত সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে দিয়েছে। তারা শিক্ষার্থীদের হাতে কলম না দিয়ে অস্ত্র দিয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা গদাইপুর ফুটবল মাঠে আয়োজিত পথসভায় তিনি এই বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা  দাসত্বের শৃঙ্খলে দেশের জনগণকে বন্দী করতে চেয়েছিলেন। আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতি ভেঙে ফেলেছে। আমাদের জাতির গলায় আর শৃঙ্খল পরানো যাবে না, ইনশাআল্লাহ।দেশের মানুষের হাতে কাজ তুলে দেয়ার পরিবর্তে তিনি দেশের মানুষের রিজিক তুলে নিয়েছিলেন। লাখো বেকারের মিছিলে জনগণ ছিল পিষ্ঠ। শিক্ষা প্রতিষ্ঠানে হাত থেকে কলম কেড়ে নিয়ে হাতে অস্ত্র তুলে দেয়া হয়েছে। ফলে দেশের সব প্রতিষ্ঠানের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোও ধ্বংস করা হয়েছে । এ দেশের মানুষের হাড় ভাঙ্গা পরিশ্রম করে অর্জিত টাকা বিদেশে পাচার করা হয়েছে।

ভারতকে উদ্দেশ্য করে তিনি জানান, আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি,আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙিয়ে বাংলাদেশ শাসনের চিন্ত করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস অর্জন করেছে।যে দেশের মানুষ বুক পেতে দিয়ে বলতে পারে গুলি কর। সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না।যান তিনি আরও  বলেন, এখন অনেকে জিজ্ঞেস করেন তারা নির্বাচনে আসবে কি? আমি বলি-যারা গণহত্যা করেছে, গদিতে থাকার জন্য দেশের মানুষের টাকায় কেনা অস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুঁড়েছে। তারা কি এদেশে রাজনীতি করার অধিকার রাখে? স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না। এই সমাজকে, দেশকে অস্থির করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button