সর্বশেষ খবর
জনবাণী পত্রিকার সম্পাদকসহ ৪ সাংবাদিকের হামলায় যশোর প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধন
প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেন সন্ত্রসী হামলায় আহত হবার কারণে, তীব্র প্রতিবাদ ও বিচারের দাবীতে যশোর প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধনে আজ সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ প্রতিনিধিত্ব করেন। এবং বিচারের দাবী জানান খন্দকার গোলাম মোর্তজা মনি, ব্যুরো প্রধান, দৈনিক ভোরের ডাক।দেওয়ান মোর্শেদ সাধারণ সম্পাদক যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন।মোঃ মনিরুজ্জাম মনির, সভাপতি ফটো সাংবাদিক এসোসিয়েশন, যশোর।শেখ দীলু আহম্মেদ, সভাপতি, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন।এম আয়ুব যুগ্ন বার্তা সম্পাদক, দৈনিক গ্রামের কাগজ।তরিকুল ইসলাম মিঠু, জেলা প্রতিনীধি প্রতিদিনের বাংলাদেশ।সাচ্চু খান, ফটো সাংবাদিক ও মাল্টিমিডিয়া , দৈনিক কল্যাণ। মোঃ জাহাঙ্গীর আলম দৈনিক জনবাণী ঝিকরগাছা প্রতিনীধি,যশোর। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন খন্দকার তানভির আহম্মেদ সুমন, দৈনিক জনবাণী
জেলা প্রতিনীধি যশোর।ক্যামেরায় মুতাসিম বিল্লাহ মাল্টিমিডিয়া দৈনিক জনবাণী যশোর।
সঞ্চলনা করেন রাজীব মেহবুব, দৈনিক জনবাণী জেলা প্রতিনীধি, সাতক্ষীরা।