কালিগঞ্জ
কালিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় আর্থিক অনুদান প্রদান
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি
কালিগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে (বৃহস্পতিবার ২ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রাঙ্গণ থেকে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে একটি র্যালি হয়। র্যালি শেষ উপজেলা পরিষদের সামনে তিনজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে “নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার”, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুশীলন এর পরিচালক মোস্তফা আখতারুজ্জামান, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ছাত্র সমন্বয়ক আমির হামজা, রাকিবুজ্জামান রাকিব, সমন্বয়কারী শোকানূর, মারুফ হোসেন প্রমূখ। অনুষ্ঠানে একজন ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তিকে ৫০০০০/- টাকা ও ৩৫ জনকে অসহায় দুস্ত ব্যক্তিকে ২০০০/- টাকা করে মোট ৭০০০০/- টাকা সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।