পাইকগাছায় পানি,স্যানিটেশন,স্বাস্থ্য ও জলবায়ু বাজেট বিষয়ে উপজেলা পর্যায়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ এর আয়োজনে এবং হেলভেটার্স বাংলাদেশ এর সহযোগীতায় অনুষ্ঠিত গণশুনানি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ্যাকশনস টু ক্লাইমেট চেঞ্জ এনসিউরিং সাসটেইনেবল সলিউশনস এক্সেস প্রকল্পের গণশুনানিতে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব এর সভাপতি অব. অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম। এসময় উপজেলা পর্যায়ের সকল সেবা প্রদান দপ্তর সেবা গ্রহীতাদের অভিযোগ অনুযোগ, পরামর্শ প্রশ্নোত্তর প্রদান করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী শাহদাত হুসাইন। এসময় উপজেলার সময়ন্বয়ক পিন্টু চন্দ্র দাস, স্থানীয় রেজাউল করিম, মা সংসদের সুফিয়া বেগম, আরিফা আক্তার, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের নুরুন্নাহার বেগম, নাজমা, শংকরী দাশ, ময়না খাতুন, সুপ্রিয়া বেগম, মাহফুজা বেগম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ওয়াশ কমিটি, বাজেট ক্লাব, মা সংসদ, যুব গ্রুপের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকারি ও বেসরকারি পর্যায়ে সেবাদাতা ও সেবাগ্রহীতা গণশুনানিতে বিভিন্ন ইউনিয়নের সেবাগ্রহীতারা উপজেলা পর্যায়ের সেবা দাতা কর্মকর্তাদের সরাসরি তাদের সমস্যাবলী নিয়ে প্রশ্ন করেন এবং তারা উত্তর প্রদান করলে এর মাধ্যমে সেবা দাতাদের আরও জনবান্ধব হয়ে উঠার সুযোগ সৃষ্টি হয়। মানসম্মত স্বাস্থ্য সেবা ও সুযোগগুলোতে দরিদ্র মানুষের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা এবং ইউনিয়ন পর্যায়ে গণশুনানির আহ্বান জানিয়েছেন বক্তারা।
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close