দেশের ভর্তুকি পণ্য বিতরণে অনিয়ম ঠেকাতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দিনব্যাপী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে পৌরসভার সুবিধাভোগীদের জন্য ১৬ শত ৪১ টা স্মার্ট কার্ড প্রদান করেছেন পৌর কর্তৃপক্ষ।গণমাধ্যমকে এ তথ্য জানান পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার। তিনি জানান, আগের হাতে লেখা কার্ডে নকলের সমস্যা ছিল। একই ব্যক্তি একাধিক কার্ড ব্যবহার করায় পণ্য বিতরণে অনিয়ম জটিলতা দেখাগেছে। নতুন স্মার্ট কার্ড সিস্টেমে এই সমস্যা সমাধান হবে। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, স্মার্ট ফ্যামিলি কার্ড সিস্টেম একটি যুগান্তকারী পদক্ষেপ। নানা অনিয়ম ও জটিলতা নিরসনে সহায়ক ভূমিকা রাখবে। ডিলারদের ব্যাপারে বলেন, ডিলারদের অনিয়ম রোধে মনিটরিং প্রক্রিয়া জোরদার করা হচ্ছে। নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়া বর্তমান প্রেক্ষাপটে আপাতত স্থগিত রয়েছে, তবে শিগগিরই ঘোষণা আসবে। সমস্যাগুলো সমাধান করা হবে। এসময় উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, পৌর প্রকৌশলী এমন এম নূর আহম্মদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, সাবেক প্যানেল মেয়র এস এমন ইমদাদুল হক, সাবেক কাউন্সিলর এস এমন তৈয়েবুর রহমান, কবিতা রাণী দাশ, আসমা আহম্মেদ, রবিশঙ্কর মন্ডল, ইমরান সরদার, উপ-সহকারী প্রকৌশলী লিটু শেখ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, কর নির্ধারক জিএম রফিকুল ইসলাম, আদায়কারী মোঃ সাইদুর রহমান, উচ্চমান সহকারী উত্তম কুমার ঘোষ, হেমেন্দ্র নাথ গাইন, লাইসেন্স পরিদর্শক মৃণাল কান্তি সানা, কার্য সহকারী বিদ্যুৎ রায়, বিকাশ ঘোষ, তন্ময় মন্ডল, মোঃ ইমদাদুল হক প্রমুখ।
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close