কালিগঞ্জে আন্তজেলা বাস মিনিবস ও কোচ মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠীত হয়েছে। বুধবার (১লা জানুয়ারী) বেলা ১১টায় উপজেলার দক্ষিনপার মালিক সমিতি কার্যালয়ে আফছার আলী সরদারের সভাপতিত্বে দীর্ঘ আলোচোনা আন্তে আগামী দিনে সমিতির কার্যক্রম যথাযথ পরিচালনার লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কুশুলিয়ার ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক আফছার আলীকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আলহাজ্ব মোঃ রুহুল আমিন, আলহাজ্ব বাকিয়ার রহমান ও শেখ মোঃ শাহজালাল। উল্লেখিত পাঁচ সদস্যের কমিটি অর্ধ হতে দক্ষিণ পাড় বাস মিনিবাস ও কোষ মালিক সমিতির কার্যক্রম পরিচালনা করিবেন।
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.