কালিগঞ্জ
কালিগঞ্জে জাতিগত ধর্মীয় ও রাজনৈতিক সহিংসতা পরিহার করে শান্তি ও সম্প্রীতির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
ফেক আহসান হাবিব কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও (এম আই পি এস) প্রকল্পের সহযোগিতায় কালীগঞ্জে শান্তি সম্প্রীতি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ঃ৩০ টায় কালীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে সাম্প্রতিক সময়ে ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে যা আমাদের সামাজিক বন্ধন ধর্মীয় সম্প্রীতি এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিছু অপপ্রচার আমাদের সহাবস্থানের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। এ প্রেক্ষাপটে দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আহ্বান জানানো হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় ও কালীগঞ্জ পিএফজি গ্রুপ ও ইয়ুথ পিএফজি অ্যাম্বাসেডর গ্রুপের সদস্যসহ শিক্ষক, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের অংশগ্রহণ মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও পি এফ জি গ্রুপের এম্বাসেডর ডাক্তার শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উপজেলা পিএনজি গ্রুপের সমন্বয়ক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পিএফজি গ্রুপের সদস্য কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু ,পি এফ জি গ্রুপের সদস্য সাংবাদিক সমিতি সভাপতি শেখ আনোয়ার হোসেন, পিএফজি গ্রুপের সদস্য অ্যাডভোকেট জাফরউল্লা ইব্রাহিম, সাবেক এম্বাসেডর লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পিএফজি সদস্য ডাক্তার মিলন কুমার ঘোষ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, প্রভাষক সৈয়দ মাহমুদুর রহমান রোকেয়া মুনসুর মহিলা কলেজ কলেজ প্রমূখ।