২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ পাইকগাছায় তারুন্যের উৎসবের ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত - সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা
সর্বশেষ খবর

পাইকগাছায় তারুন্যের উৎসবের ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার গদাইপুর মাঠে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন,পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, ইউআরসি ঈমান উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, গদাইপুর প্যানেল চেয়ারম্যান খোরশেদুজ্জামান,ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান সরদারসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন,ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে সৃজনশীল কাজে উৎসাহিত করবে এবং তাদেরকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দুরে রাখবে। ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে ।
উদ্বোধনী খেলায় রাড়ুলী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম লতা ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে উদ্বোধনী খেলা গোল শুন্য শেষ হলে ট্রাইবেকারে রাড়ুলী একাদশ এক গোলে জয় লাভ করে। অপর খেলাগুলিতে গদাইপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম গড়ুইখালী ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে খেলায় গড়ুইখালী জয়লাভ করে, সোলাদান ইউনিয়ন ফুটবল একাদশ বনাম লস্কর ইউনিয়ন ফুটবল একাদশের খেলায় জয়লাভ করে ও চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম হরিঢালি ইউনিয়ন ফুটবল একাদশের খেলায় জয়লাভ করে।
টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা মোট ১১ টি দল অংশগ্রহণ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button