সাতক্ষীরা কাচ্চি ডাইনকে ৫ হাজার টাকা জরিমানা, সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা
বর্তমান ডেস্ক
সাতক্ষীরায় সদ্য চালু হওয়া রেস্টুরেন্ট ‘কাচ্চি ডাইন’কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে এই জরিমানা করে।
এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পরপরই সেখানে ফুটেজ সংগ্রহকালে চারজন ভিডিও সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে। হামলার শিকার ভিডিও সাংবাদিকরা হলেন, ডিবিসি নিউজের সবুজ হোসেন, এসএ টিভির জাকির হোসেন, সময় টিভির সাগর হোসেন ও আরটিভির মামুন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, কাচ্চি ডাইন এর রান্না ঘরের স্যাঁতস্যাঁতে পরিবেশ, এপ্রোন পরিধান না করে খাবার পরিবেশন ও খাবারে চুল থাকার অভিযোগ, প্রতিষ্ঠানের কর্মচারীদের মুখে মাস্ক না থাকা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের দায়ে (ধারা-৪৩) কাচ্চি ডাইনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, কাচ্চি ডাইনের খাবারে ব্যবহৃত মাংস খুলনা থেকে আনা হয়, যা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। এজন্য প্রতিষ্ঠানটিকে স্থানীয়ভাবে পশু জবাই ও মাংস প্রক্রিয়াকরণের নির্দেশ দেওয়া হয়েছে।
সাংবাদিকদের উপর হামলার বিষয়ে এসএ টিভির ভিডিও সাংবাদিক জাকির হোসেন জানান, অভিযান শেষে আমরা ভেতরের ফুটেজ নিচ্ছিলাম। কেউ কেউ ক্রেতাদের বক্তব্য ধারণ করছিল। এতে ক্ষুব্ধ হয়ে কাচ্চি ডাইনের কয়েকজন কর্মচারী আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমরা চারজন আহত হই।