২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ কালিগঞ্জে দুইদিন ব্যাপী বাবা মদিনা দরগাহে ৪৭ তম ওরজ শরীফ এর আয়োজন - সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা
কালিগঞ্জ

কালিগঞ্জে দুইদিন ব্যাপী বাবা মদিনা দরগাহে ৪৭ তম ওরজ শরীফ এর আয়োজন

শেখ আহসান হাবিব 

প্রতি বছরের ন্যায় এ বছরও  কালীগঞ্জে বাবা মদিনার ভক্তবৃন্দের আয়োজনে কাকশিয়ালি নদীর পূর্ব পাশে  বাবা মদিনার দরগাহ শরীফে ৪৭তম ওরছ শরীফ অনুষ্ঠিত হবে।  আগামী ১ ও ২ মাঘ,  ১৫ ও ১৬ জানুয়ারি ২০২৫ বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী সন্ধ্যা ৬ ঘটিকা হতে বাবা মদিনে সাহেবের ভক্তবৃন্দের আশিকী মিলনমেলা হাজত অনুষ্ঠানের আয়োজন করেছে। বাবা মদিনার আশেক আলহাজ্ব আবেদার রহমান খান কাওতালী জানান বাবা মদিনার বাৎসরিক ওরছ উপলক্ষে অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে সন্ধ্যা ছয় ঘটিকায় বাবা মদিনার দোয়া ও মিলাদ শরীফ। বাদ এশা বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে  সামা কাওয়ালী, হামদ, নাত, মুর্শিদি, ও হালকা জিকির। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বাবা মদিনের ভক্ত ও আশেক মোঃ রাজু ভান্ডারী সহযোগিতায় জালাল খান মোঃ রবিউল ভান্ডারী মোঃ আরিজুল ও বাবা মদিনার আশেক ভক্তবৃন্দ। রাতে সকলের মাঝে তাবারক বিতরণ করা হবে। এছাড়া বিষ্ণুপুর ইউনিয়নে জমিদার বাড়ির পাশে বাবা মদিনার দরগায় বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button