সাতক্ষীরা কালিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ইউএনও অনুজা মন্ডল । সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেনব উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু , কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেনের, সহ-সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্মসাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল , সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আহম্মদুল্লাহ বাচ্চু, কার্যনির্বাহী সদস্য এসএম গোলাম ফারুক, শেখ সেলিম শাহরিয়ার, শেখ নাজম ইসলাম, সিনিয়র সাংবাদিক শেখ লুৎফর রহমান। আরো উপস্থিত ছিলেন রিপোর্টাস ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সদস্য শেখ আল নূর আহমেদ ইমন, মিজানুর রহমান, হাবিবুল্লাহ বাহার, সাংবাদিক শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, মোঃ আলমগীর হোসেন, বুলবুল আহমেদ, ফজলুল হক, সাংবাদিক আরাফাত আলী,শেখ নুরুজ্জামান, সাংবাদিক ইঞ্জিনিয়ার শেখ আহসান হাবিব সহ কালিগঞ্জের বিভিন্ন সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার যোগদানের পর থেকে কালিগঞ্জের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন আগামীতে কি করা যায় সে বিষয়ে পরামর্শ নেন, সাংবাদিকদের কাছে এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরিশেষে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের উপহার একটি করে মগ সকল সাংবাদিকদের প্রদান করেন।