সাতক্ষীরা আগরদাঁড়ী ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
সাতক্ষীরায় ১৫ ডিসেম্বর রবিবার বিকাল ৫টায় আগরদাঁড়ী ফুটবল মাঠ প্রাঙ্গণে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে়ছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল হাসান হাদী, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক, আইনুল ইসলাম (নান্টা) ও সাবেক সিনিয়র সহ সমন্বয়ক ফরিদউদ্দীন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, ১০নং আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন, সভাপতিত্ব করেন আগরদাঁড়ী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম। আগরদাঁড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল উদ্দীন এর সাার্বিক ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, ও অন্যতম সদস্য সাতক্ষীরা সদর উপজেলা যুবদল। মনোরম পরিবেশে ফাইনাল খেলাটি উপভোগ করেন অত্র এলাকার ক্রিকেট প্রেমীরা। খেলা শেষে বিজয়ী দলের অধিনায় সিরাজুল ইসলাম সিরাজের হাতে ১০ হাজার টাকার চ্যাম্পিয়ন ট্রফি উপহার দেওয়া হয়।