সাতক্ষীরা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কালীগঞ্জে বিজয় মেলা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ

কালীগঞ্জ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে   বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে  ১৫ ডিসেম্বর উপজেলা পরিষদ অডিটোরিয়াম শিশুদের  চিত্র অংকন ও রচনা প্রতিযোগিতা। ১৬ই ডিসেম্বর সোমবার প্রত্যুষে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা। সূর্য উদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন  সমূহে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টায় কালীগঞ্জ সোহরায়ার্দি  পার্কে  বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। সকাল সাড়ে আটটায় কালিগঞ্জ মহৎপুর সরকারি কবরস্থানে  মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর  জিয়ারত। সকাল ন টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফেরাতের জন্য মোনাজাত। সকাল ন’টায় কুড়ি মিনিটে চারুকারু ও স্থায়ীভাবে উৎপাদিত শিল্প পণ্যের আয়োজনে বিজয় মেলা উদ্বোধন ও জারি গান পরিবেশন। সকাল সাড়ে নটায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দের সমবর্ধনা এবং আলোচনা সভা ও চিত্রাংকন প্রসেনজিতের পুরস্কার বিতরণ সুবিধামতো সময়ে মসজিদ মন্দির গির্জা ও অন্যান্য উপাসনালয় বিশেষ মোনাজাত ও প্রার্থনা সুবিধামতো সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস উদযাপন।  দুপুরে হাসপাতাল এতিমখানায় উন্নতমানের খাদ্য পরিবেশন।   বিকাল সাড়ে তিনটায় উপজেলা লেডিস ক্লাব সংলগ্ন মাঠে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা বিকাল ৪ টায় দশ মিনিটে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম মুক্তিযোদ্ধা সমন্বয়ে সুধী একাদশ এর মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা সন্ধ্যা ছটায় উপজেলা পরিষদ মাঠে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর উপস্থাপনায় সঞ্চালনায় মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন। সকল অনুষ্ঠানের সুন্দর ভাবে বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল,  কয়েকটি উপকমিটি গঠন করেছেন।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button