কলকাতার পার্কস্ট্রিট থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এক বাংলাদেশি নাগরিক সেলিম মাতব্বর। ভুয়া নাম ব্যবহার ও জাল নথি তৈরি করে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেওয়ায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রের খবর, বছর দুই আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন সেলিম মাতব্বর। কিন্তু কলকাতার মার্কুইস স্ট্রিট এলাকার একটি হোটেলে রবি শর্মা নাম ব্যবহার করে কর্মী হিসাবে কাজ শুরু করেন তিনি।
পুলিশ তার আধার কার্ডের ফটোকপি (জেরক্স) জব্দ করেছে। সেখানে তার নাম রবি শর্মা। পাসপোর্টে ‘জন্মস্থান’ হিসেবে উল্লেখ রয়েছে রাজস্থান। রয়েছে দিল্লির একটি ঠিকানাও।
পুলিশ সূত্রে জানা গেছে, সেলিম মাতব্বর দু’বছর আগে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে নদিয়া জেলায় ঢুকেছিলেন।বাংলাদেশ থেকে এসেছিলেন তিনি। দেশে একটি রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। সেসময় রাজনৈতিক ঝামেলার কারণে বাড়ি ছেড়েছিলেন তিনি। পরে দালালের সাহায্যে কিছু দিন গা ঢাকা দিয়ে সেখানে ছিলেন। ভুয়ো তথ্য দিয়ে ভারতীয় পাসপোর্টও বানিয়েছিলেন। তার পরে চলে এসেছিলেন কলকাতায়।
জানা গেছে, সেলিম মাতব্বর বাংলাদেশি নাগরিক মাদারিপুরের বাসিন্দা। ১৪ ফরেনার্স অ্যাক্ট এবং জালিয়াতির ধারায় মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।