কালিগঞ্জ
নলতা শরীফে খানবাহাদুর আহ্ছানউল্লাহ (রঃ) এর ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীরে-কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আত্মাধিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক, ‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এর ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্পের ৩য় সপ্তাহ ২১ ডিসেম্বর শনিবার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় বাদ ফজর পাক রওজা শরীফে মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। পরে সকাল ৯টায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে রোগির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় । উক্ত ফ্রি- মেডিকেল ক্যাম্পে সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হৃদরোগ বিশেষজ্ঞ আলহাজ্জ ডাঃ শহিদুল আলম , খুলনা সিটি মেডিকেল কলেজের হৃদরোর বিভাগীয় প্রধান ডাঃ এম এম আব্দুল ওহাব সহ আরও সেবা প্রদান করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সঞ্জয় সরকার,ডাঃ বুলবুল কবীর, ডাঃ মোঃ খায়রুল বাশার,ডাঃ মারুফ হাসান ,ডাঃ অভিজিৎ রায়, ডাঃ সুমন কুমার দাস, ডাঃ মোঃ আক্তারুজ্জামান। এছাড়াও ইউরোরোজি বিশেষজ্ঞ যারা সেবা প্রদান করেন তারা হলেন আলহাজ্জ ডাঃ মোঃ ফকরুল ইসলাম, ডাঃ মোঃ মোজাম্মেল হক, ডাঃ মোঃ রাশেদুজ্জামান, ডাঃ মোঃ মামুন শরীফ।