জাতীয়

দেশের সার্বভৌমত্বে হুমকি এলে জনগণ রুখে দাঁড়াবে

জাতীয়

জাতীয় কবিতা পরিষদের প্রতিবাদী মানববন্ধনে বক্তারা বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকি দেওয়া হয়েছে। জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও দূতাবাসে হামলা করা হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু সে দেশের সরকারের উসকানিতে এসব হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে ‘আধিপত্যবাদবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল’ অনুষ্ঠিত হয়। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের উপহাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার বিরুদ্ধে এ প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।

মানববন্ধনে জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক মোহন রায়হান বলেন, ভারতের মোদি সরকারের উসকানিতে দূতাবাসে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকাকে অসম্মান করা হচ্ছে। পৃথিবীর সব দেশের পতাকা ও জাতীয় সংগীতকে এ দেশের মানুষ সম্মান করে। এসবের সঙ্গে এ দেশের মানুষের কোনো বিরোধ নেই।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে তারা পাশে ছিল। সে দেশের জনগণের সঙ্গে এ দেশের মানুষের কোনো শত্রুতা নেই। ভারতের মানুষের প্রতি বিদ্বেষ ছড়ানো যাবে না। কিন্তু অপপ্রচার চালানো হচ্ছে।

জাতীয় কবিতা পরিষদের সদস্যসচিব রেজাউদ্দিন স্টালিন বলেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আক্রমণ এসেছে। দুই দেশের জনগণের মধ্যে কোনো শত্রুতা নেই। সার্বভৌমত্বের প্রতি হুমকি এলে স্বাধীনতা রক্ষার জন্য মানুষ আবারও লড়াই করবে।

মানববন্ধনে জাতীয় কবিতা পরিষদের সদস্য শাহীন রেজার সঞ্চালনায় আরও বত্তৃদ্ধতা করেন আসাদ কাজল, নুরুন্নবী সোহেল, সুমনা নাজনীন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button