কালিগঞ্জ

কালিগঞ্জ প্রেসক্লাবে কালিগঞ্জ নাট্য সংস্থার শীতকালীন নাটকের মহড়া

কালীগঞ্জ প্রতিনিধি

কালিগঞ্জ নাট্য সংস্থার আয়োজনে আসন্ন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও শীতকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক উপস্থাপনের লক্ষ্যে এক আলোচনা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ নভেম্বর বিকাল পাঁচটায় কালিগঞ্জ প্রেসক্লাবের অডিটোরিয়াম এ মহড়া অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা যাত্রা ফেডারেশনের এর সভাপতি সুকুমার দা‌‌শ বাচ্চুর  সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কালিগঞ্জ যাত্রা ফেডারেশনের সাধারণ সম্পাদক নাট্য অভিনেতা গোলাম আইয়ুব জুলু , অভিনেতা সৈয়দ মোমিনুর রহমান, বাবলুর রহমান, স্বপন ঘোষ, রামপ্রসাদ ঘোষ,  মনোয়ারা পারভিন, রানী মন্ডল, মধুমালা বিশ্বাস, ভবেশ চন্দ্র মন্ডল, সুমি ও শাকির আহমেদ বাবু, ইঞ্জিনিয়ার শেখ আহসান হাবিব, প্রমূখ। অনুষ্ঠানে সংগীত, নৃত্য পরিবেশন ও নাটকের  মহড়া  অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button