বলিউড অভিনেতা নবাব সাইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান পতৌদিকে নিয়ে উৎসাহের অন্ত নেই নেটপাড়ায়। মা ও দিদির সঙ্গে বেড়াতে যাওয়া হোক কিংবা বাবার পরিবারের সঙ্গে উৎসব উদযাপন বা নতুন প্রেমের উন্মেষ— সবই ইব্রাহিমের সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণকারীদের কাছে খুবই আকর্ষণীয়।
গত দুই বছর ধরেই শোনা যাচ্ছিল, অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইব্রাহিম। এবার নাকি চুপিচুপি বাগদান সেরে ফেলেছেন তারা। সম্প্রতি মালদ্বীপে বেড়াতে যান পলক তিওয়ারি। ওই একই সময়ে সমুদ্রতট থেকে ছবি দিতে থাকেন ইব্রাহিমও। যদিও কোন সমুদ্রতীরে রয়েছেন তা প্রকাশ্যে আনেননি তিনি।
তবে মালদ্বীপে থাকাকালীন বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন ইব্রাহিম। ছবিতে দেখা যাচ্ছে বিচ রিসোর্টের দৃশ্য। কোনো ছবিতে খাবার, কোনো ছবিতে দেখা যায় তাকিয়ে রয়েছেন সমুদ্রের দিকে, আবার কখনো সুইমিংপুলে। বুঝতে অসুবিধা হয় না, ইব্রাহিম মালদ্বীপের ছবি শেয়ার করেছেন।
শেষ দুটি ছবিতে তিনি তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। কিন্তু ক্যামেরার পেছনে কে? তার মন্তব্য বাক্স উপচে পড়ছে পলকের নামে। একই ভাবে ছবি দিয়েছেন পলক। একই জায়গা থেকে ছবি দিয়েছেন দুজনে। পলক একটি স্বল্প ভিডিও দেন যেখানে দেখা যাচ্ছে হৃদয়ের আকারে মোমবাতি সাজানো। তার মাঝে দুটো চেয়ার। একটিতে বসে রয়েছেন পলক। অন্যটিতে কে রয়েছেন তা প্রকাশ্যে আনেননি। তবে পলক এমন অভিব্যক্তি করেছেন যে খুব অবাক হয়েছেন কিছু দেখে। যদিও এই দৃশ্য সবার প্রায় দেখা।
কেউ কেউ এমন জায়গায় প্রেমিকাকে প্রেমের প্রস্তাবও দেন। তবে কি ইব্রাহিম ও পলকের ক্ষেত্রেও তেমন কিছু হলো? তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে।