রাজনীতিসদরসাতক্ষীরা

আগামীকাল শনিবার জামায়াতের কর্মী সম্মেলন, মাঠ পরিদর্শনে নেতৃবৃন্দরা

বর্তমান ডেস্ক

আগামীকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সাতক্ষীরার সরকারী বালক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনস্থল পরিদর্শন করেছেন দলটির নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ।

শুক্রবার ২৯ শে নভেম্বর দুপুরে তার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধাপক অবায়দুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, শহর শিবিরের সভাপতি আল মামুন, শুরু সদস্য নজরুল ইসলাম, শহর সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান প্রমুখ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসীবাদী শক্তির পতন ঘটানোর মাধ্যমে দেশে নতুন করে সূর্যোদয় ঘটেছে। আমরা এই ঐতিহাসিক বিজয়কে ধরে রাখতে সকলের সহযোগীতা চাই। দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে স্বৈরাচার সৃষ্ট সব জঞ্জালমুক্ত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের আজকের এই সম্মেলন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button