বি‌নোদন

এ আর রাহমান ও সায়রা বানুর সংসার জোড়া লাগার ইঙ্গিত!

বিনোদন ডেস্ক

 

দীর্ঘ ২৯ বছরের সংসারে ইতি টেনে দিলেন বলিউডের অস্কারজয়ী সুরকার ও সংগীতপরিচালক এ আর রাহমান। ২৯ নভেম্বর এক বিবৃতির মাধ্যমে স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি।

Advertisement

এ নিয়ে গত কয়েকদিন আলোচনা যখন তুঙ্গে, রাহমানের ভক্তদের মন খারাপের মধ্যেই সুখবর দিলেন সায়রার আইনজীবী। বলেছেন, বিচ্ছেদ ঘোষণা করার পরও পুনর্মিলনের সুযোগ আছে সায়রা রহমানের। পাশাপাশি সেটার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তিনি।

এ আর রহমান এবং সায়রা বানুর বিবাহ বিচ্ছেদের মামলা দেখছেন আইনজীবী এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি কখনই বলিনি যে পুনর্মিলন সম্ভব নয়। আমি বিষয়টিকে খুবই ইতিবাচকভাবে দেখছি।  তারা (রাহমান ও সায়রা) যে যৌথ বিবৃতি দিয়েছেন সেটা বেশ স্পষ্ট। সেখানে যন্ত্রণা এবং বিচ্ছেদের কথা আছে। তাদের সংসার দীর্ঘদিনের। সংসারে অনেক কিছুই ঘটেছে। আর সেখান থেকেই বিচ্ছেদের সিদ্ধান্ত এসেছে। চাইলে তারা একহয়ে যেতে পারেন। সেই সম্ভাবনা আমি একেবারেই নাকচ করে দিচ্ছি না।’

আইনজীবীর বক্তব্য থেকেই ধারণা করা হচ্ছে, রাহমান ও সায়রার অভিমানের বরফ হয়তো গলছে। কিন্তু তারা পুনরায় এক হবেন কী না সেটাই সময়ই বলে দেবে।

এদিকে রাহমান ও সায়রার সংসারে রয়েছে খাতিজা, রহিমা এবং আমিন নামে তিন সন্তান। মা বাবার বিচ্ছেদের পর সন্তানরা কার কাছে থাকবেন এটা নিয়েও কথা বলেছেন আইনজীবী। তিনি বলেন, ‘তাদের (সন্তান) মধ্যে কেউ কেউ পুর্নবয়স্ক। তারা কার সঙ্গে থাকবেন সেটা নিজেরাই বেছে নিতে পারবে স্বাধীনভাবে। এখনও আমি তাদের মতামত পাইনি।’

এ আর রাহমান

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button