Uncategorized

পৌরসভার ৮ নং ওয়ার্ডে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

বর্তমান সাতক্ষীরা ডেস্ক : সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোল এলাকায়
সিসি ঢালাই রাস্তা  নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার  (১২ সেপ্টেম্বর  ) সকালে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম বাবু। এসময়  উপস্থিত ছিলেন  পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী,  ঠিকাদার মো. মিজানুর রহমান মিজান।
এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী, আব্দুল মুজিদ, আব্দুর রশিদ, আসাদুল্লাহ মুকুল, রেজাউল করিম, তৌহিদুর রহমান, আলহাজ্ব নাজিম উদ্দিন, জাহিদ হাসান প্রমুখ। উল্লেখ্য পৌরসভার অর্থায়নে দক্ষিণ পলাশপোল নিউমার্কেটের উত্তর পাশে প্রগতি লেন সড়ক মিতালি সংঘের সামনে হতে রেজাউল করিমের বাড়ি পর্যন্ত ২৬৩ ফুট  সিসি ঢালাই রাস্তাটি ২ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে নির্মান কাজ করা হচ্ছে। এলাকার দীর্ঘদিনের প্রত্যাশিত রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবুসহ পৌর কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। উদ্বোধন অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব নাজিম উদ্দিন

Related Articles

Back to top button