Uncategorizedসাতক্ষীরা

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৩

 

 

বিশেষ প্রতিনিধি :সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় এক নারী দুই শিশুকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সোমবার( সেপ্টেম্ব) দুপুরে উপজেলার হিজলদী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে বিজিবি।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কলারোয়ার হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৬ হতে ২০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর নামক স্থান হতে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতের উদ্দেশ্যে গমন করবে—এমন সংবাদের পর হিজলদী বিওপির হাবিলদার তিমথি চাকমার নেতৃত্বে একটি অভিযানিক দল সেখানে অবস্থান নেয়। এরপর ওই স্থান থেকে একজন নারী ও দুইজন শিশুকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—শেরপুরের নওখোলা থানার শিকদারপাড়া গ্রামের মো. মনিরের মেয়ে মোছা. মনিকা খাতুন (২১), মোছা. রিতু আক্তার সুমাইয়া (১৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মহিষপুর গ্রামের মোহন মিয়া মেয়ে মোছা. মরিয়ম আক্তার জুলি (১৫)। এদের সবাইকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার অপরাধে আটক করা হয়।

আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Related Articles

Back to top button