কুলিয়া বাজার কমিটির নির্বাচনে রুহুল আমিন সভাপতি ও আবু হুরাইরা সেক্রেটারি নির্বাচিত
স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার কুলিয়া একটি গুরুত্বপূর্ণ বাজার। এই বাজারে দীর্ঘদিন যাবত হাতেগোনা কয়েকজন বাজার কমিটি পরিচালনা করে এসেছে। কিন্তু দেশের হাওয়া বদলের সাথে সাথে সেখানেও পরিবর্তন আশা করছিল স্থানীয় ব্যবসায়ীগন। এমতাবস্থায় গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে সাধারন সভায় পূর্ববর্তী কমিটির সকলে একযোগে পদত্যাগ করে। ফলে ঐদিন নির্ধারিত হয় নতুন একটি পূর্নাঙ্গ কমিটি নির্বাচনের দিন সময়। সেই মোতাবেক গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯ টায় উক্ত বাজারে আগামী ৩ বছর মেয়াদী ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের জন্য সাধারন সদস্যদের উপস্থিতিতে ও সকলের হাত তুলে ভোটের মাধ্যমে তাৎক্ষনিকভাবে একটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় সভাপতি পদে নির্বাচিত হয় স্থানীয় মা গেঞ্জি হাউজের মালিক, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সাংবাদিক মোঃ রুহুল আমিন, সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আশা এন্টারপ্রাইজের মালিক, দৈনিক সাতক্ষীরা সংবাদের সহ-সম্পাদক, সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার নির্বাহি সম্পাদক মোঃ আবু হুরাইরা। এছাড়া সহ-সভাপিত পদে মোঃ মোসফিকুর রহমান (রাজধানি ষ্টোর) জয়েন-সেক্রেটারি পদে মোঃ ইব্রাহীম খলিল (ইব্রাহীম ষ্টোর) সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোস্তফা কামাল (ঢাকা ষ্টোর) সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ হোসেন আলী (হোসেন ইলেকট্রনিক্স) অর্থ সম্পাদক পদে মোঃ হাবলুর রহমান (ডাচ বাংলা এজেন্ট ব্যাংক) তথ্য ও প্রচার সম্পাদক পদে মোঃ মনিরুজ্জামান সোহেল রানা (সোহেল টেলিকম) সমাজ কল্যান সম্পাদক পদে মোঃ আসাদুল ইসলাম (ফরহাদ জুয়েলার্স) দপ্তর সম্পাদক পদে মোঃ ফারুক হোসেন (চায়না টেলিকম), ক্রীড়া সম্পাদক পদে মেহেদী হাসান শিমু (কুলিয়া অনলাইন পয়েন্ট), কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে মহাদেব কুমার পাল (ঝুমা কালার স্টুডিও), মোঃ আসাদুজ্জামান (আসাদ) (আসাদ ওয়েল্ডিং), সত্যজিৎ সরকার (অন্যন্য জুয়েলার্স), মোঃ আব্দুল আলিম (আলিম ফার্মেসী), মোঃ হাবিবুর রহমান মাসুদ (লাবন্য টেইলার্স) এবং মোঃ আনারুল ইসলাম তামান্না টেইলার্স। তবে নবনির্বাচিত কমিটি কর্তৃক সিদ্ধান্ত হিসেবে উপদেষ্টা হিসেবে পদাধিকারবলে স্থানীয় চেয়ারম্যান ও বিগত কমিটির সভাপতি আলহাজ¦ এমাদুল হক ও সেক্রেটারি আব্দুস সামাদ নাম প্রস্তাব করা হয়েছে।