Uncategorized
ইসলামী ব্যাংক কালিগঞ্জ এর আয়োজনে কালীগঞ্জে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানকালে
শেখ আহসান হাবিব কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি :
আজ ইসলামী ব্যাংক কালিগঞ্জ এক মতবিনিময় সভার আয়োজন করে, উক্ত অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে বক্তব্য রাখেন ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমান রহমান এবং ভিডিও বার্তায় যুক্ত ছিলেন প্রতিষ্ঠানের জোনাল হেড অফ খুলনা মোহাম্মদ কামরুল বারি। ব্যাংকের পক্ষ থেকে মেসেজ ছিল “গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন।” উক্ত অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারি সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, প্রভাষক শেখ মুজাফফর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ নাজমুল ইসলাম, দৈনিক সত্য পাঠ এর উপজেলা প্রতিনিধি ও খবর টিভির স্টাফ রিপোর্টার ইমন।