Uncategorized

কালিগঞ্জে ইউআরডিও পদে জাহাঙ্গীর আলম কে দায়িত্বে দেখতে চায় না কালিগঞ্জ বাসী।

 

কালিগঞ্জ প্রতিনিধিঃ-

কালিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জাহাঙ্গীর আলমের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ফুসে উঠেছে ইউসিসিএ এর সভাপতিসহ উক্ত কমিটির সদস্যবৃন্দ, চেয়ারম্যান ও সভাপতি আলহাজ্ব এস এম শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ও শেখ লুৎফর রহমান এর সঞ্চালনায়, সাতক্ষীরার সদর উপজেলার সাবেক ইউআরডিও কট্টর পন্থী আওয়ামী লীগ সমর্থিত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, স্টাফ দের কাছে তিনি খারাপ ভাবে নিন্দিত ও বিতর্কিত হয়ে আছেন, কিন্তু কট্টর পন্থী আওয়ামী লীগ সমর্থিত কর্মকর্তা ছিলেন বলে, ভয়ে কেউ কিছু বলতে বা করতে পারতেন না, কিন্তু এখন কথা বলার সময় হয়েছে, তাকে আর কেউ কালিগঞ্জ উপজেলার ইউআরডিডিও কর্মকর্তা হিসেবে যোগদানে ঘোর আপত্তি জানিয়েছেন, ইউসিসিএ লিমিটেড এর সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সহ উক্ত অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, কোনভাবেই যেন তিনি কালিগঞ্জের যোগদান করতে না পারেন, কারণ তিনি কট্টর আওয়ামীলীগ পন্থী
ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, অতি দ্রুত দাবি জানিয়েছেন যাতে তিনি সাতক্ষীরা থেকে কালিগঞ্জ অফিসে জোগ দান না করতে পারেন,শুধু কালিগঞ্জের যোগদান না উক্ত পথ থেকে তাকে অপসারণের জন্যেও দাবি জানিয়েছে,ছাত্র সমন্বয়ক রাকিব,বিএনপি’র নেতা রবিউল ইসলাম,খাইরুল মেম্বার এস.এম বাবু সহ উপস্থাপনা কমিটির আবুল কালাম, আজাদ, আশরাফ হোসেন, জহুরুল ইসলাম, শশাঙ্ক কুমার সরকার, আজগার আলী সহ প্রমুখ, একই সাথে সকল স্তরের কর্মচারী বৃন্দ, কারণ তার সাতক্ষীরা অফিসের সকল অপকর্ম ও সেচ্ছাচারিতা কালিগঞ্জের অফিসের সকল মানুষ অবগত

Related Articles

Back to top button