কালিগঞ্জ

কালিগঞ্জে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মানের অভিযোগ

কালীগঞ্জ প্রতিনিধি

সাতক্ষীরা কালিগঞ্জে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক সম্পর্ত্তি জবর দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে রব্বানী গাজী নামের এক ব্যাক্তির বিরুদ্ধে।সে উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত: জব্বার গাজীর ছেলে। ঘটনাটি ঘটছে গতকাল (২৬ ডিসেম্বর) ভোর থেকে দক্ষিণ শ্রীপুর গ্রামে ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায় লিয়াকাত গাজীর স্ত্রী নাসিমা খাতুন,তার মাতা রমিছা বিবি’র দীর্ঘদিন ভোগ দখলকৃত সম্পত্তি,মৃত: আব্দুল জব্বার গাজীর পুত্র রব্বানী গাজী (৪৫) স্ত্রী খালেদা বেগম (৪০) কন্যা রুবিনা খাতুন (২৫) মৃত: আব্দুল মান্নান গাজীর পুত্র মোন্তেজ গাজী (৫০) ছফুরা বিবি সহ অজ্ঞাত ১০/১২ জন বেশ কিছু সন্ত্রাসীদের নিয়ে জোরপূর্বক ঘর নির্মাণ করার চেষ্টা চালায়। ভুক্তভোগী নাসিমা খাতুন আরো জানান ২৭/১০/২৪-সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারা মতে পিটিশন-১৯২৪/২৪ নং মামলা দায়ের করেছেন রব্বানী গাজীকে বিবাদী করে। শ্রীপুর মৌজার জে,এল নং-১৮০,বি এস খতিয়ান নং ১১৭৩, দাগ নং ৮১৫৬, সাবেক দাগ নং ১৮৫১ দাগে মোট জমির পরিমাণ ২৪ শতক আর,এস কৃত সম্পত্তি। জবর দখলের বিষয়ে অভিযুক্ত রব্বানী গাজী’র কাছে জানতে চাইলে তিনি বলেন” তফশীল ভূর্ক্ত সম্পত্তি আমার মা ছফুরা’র নামে খরিদকৃত।আমার জায়গায় আমি ঘর নির্মাণ কবরো এই কথা বলেই ঘটনাস্থল ত্যাগ করেন। সম্পর্ত্তি দখলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বিভিন্ন সময়ে গালিগালাজ সহ হুমকি ধামকি দিচ্ছে নাসিমা খাতুন সহ তার পরিবারকে বিবাদী রব্বানী গাজী গং’রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button