সাতক্ষীরা

সাতক্ষীরায় বিএনপির জেলা কমিটি বিলুপ্তির দাবিতে আলোচনা সভা ও বিক্ষোভ র‌্যালি

আবু জাফর

সাতক্ষীরায় বিএনপির জেলা কমিটি বিলুপ্তির দাবি উঠেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও বিক্ষোভ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের সংগীতা মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তির দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্টোসহ আরও অনেকে।

বক্তারা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী এবং সদস্য সচিব আব্দুল আলিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। তাদের বিরুদ্ধে দলীয় কর্মকাণ্ডে অস্বচ্ছতা, সাংগঠনিক দুর্বলতা এবং স্বার্থান্বেষী রাজনীতির অভিযোগ আনেন বক্তারা। তারা বলেন, জেলার সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে ও দলের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে বর্তমান জেলা কমিটি বিলুপ্ত করা অত্যন্ত জরুরি।

সভায় আরও উল্লেখ করা হয় যে, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হলে দক্ষ, যোগ্য ও স্বচ্ছ নেতৃত্ব নিশ্চিত করতে হবে। বক্তারা জেলা কমিটি পুনর্গঠনের মাধ্যমে নতুন নেতৃত্ব আনয়নের দাবি জানান।

আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সাতক্ষীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগান দেন এবং ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

বিএনপির নেতাকর্মীরা আশা প্রকাশ করেন যে, কেন্দ্রীয় নেতৃত্ব জেলা কমিটির বিষয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেবে এবং সংগঠনের ঐক্য ও শক্তি আরও সুসংহত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button