শ‌্যামনগর

সাংবাদিকের নামে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানীর অভিযোগ

সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলাের ডুমুরিয়া গ্রামে মৃত আছিরউদ্দীন শেখর ছোট ছেলে আব্দুল হাকিম  তিনি পেশায় একজন সংবাদ কর্মী জাতীয় দৈনিক  ইত্তেফাক পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন  দীর্ঘদিন ধরে  সুনামের সাথে  সাংবাদিকতা করে আসছেন আব্দুল হাকিম   ইতিপূর্বে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

ঘটনার তারিখ  ২৯ শে সেপ্টেম্বর তার গ্রামের বাড়ি  শ্যামনগর উপজেলা গাবুরা ডুমুরিয়া এলাকায়  তার নিজ নামীয় রেকর্ডীয় সম্পত্তিতে চারটি দোকান ঘরে  নির্মাণ করার সময় তার মেজ ভাই আজিজ শেখ দোকান ঘরের ভাগ দাবি করে নির্মাণাধীন  ঘরের কাজে বাধা দেয়।  এক পর্যায় দুইটি ঘর তৈরি করার কাজ বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে  আব্দুল হাকিমের  ভাইপোর সাথে বাগবিতণ্ডায়  জড়িয়ে উত্তেজিত হয়ে অসুস্থ হলে তাৎক্ষণিক তাকে শ্যামনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায়  স্ট্রোকে মারা যান আজিজ শেখ ,তার মৃত্যুর ঘটনার সময় সাংবাদিক আব্দুল হাকিম  শ্যামনগর ভাড়া বাসায়  অবস্থান করছিলেন  তিনি গ্রামেই কিংবা ঘটনাস্থলে  ছিলেন না।

বরং তাকে জড়িয়ে তার বড় ভাই সহ তিন ভাইপো কে আসামি করে । তার ভাইজী আনজমুন নাহার বাদী হয়ে  শ্যামনগর থানায়  একটি হত্যা মামলায় দায়ের করে মামলা নং ২৩/২৮৬মামলার ভার  তদন্ত কর্মকর্তা  মিজানুর রহমান  ও ওসি তদন্ত  ফকির তাজুলের উপরে দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য  মামলার দুই মাস অতিবাহিত হলেও সঠিক  তদন্ত না করে  ময়নাতদন্তের সুরাতল রিপোর্ট পাওয়ার পরেও  তিনি ফাইনাল রিপোর্ট আদালতে প্রেরণ না করে  অর্থ বাণিজ্যে  মেতে উঠেছে। এবং তদন্ত কর্মকর্তা মিজানুরের নির্দেশে ও স্থানীয় চেয়ারম্যান ,বিএনপি নেতা মাসুদুল আলমের  মদদে  তার দলীয় ক্যাডার পরিচয়ে আইয়ুব আলীর নেতৃত্বে   সাংবাদিক আব্দুল হাকিমের দুটি দোকান  দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে  একটা দোকান বিএনপির পার্টি অফিস করেছেন কথিত বিএনপি নেতা পরিচয়দানকারী আইব আলী গাজী।

মামলার সর্বশেষ তথ্য জানতে তদন্ত কর্মকর্তা মিজানুরের  কাছে মুঠোফোনে জানতে চাইলে
তিনি এ প্রতিবেদককে বলেন আমার তদন্তের কাজ আমি অনেকটাই প্রায় শেষ করেছি
কিন্তু এরপরেও  সার্কেল সাহেব বিষয়টি দেখছেন উনি ঘটনা স্থলে  আবারও যাবেন ,তারপরেই আমি আদালতে রিপোর্ট প্রদান করব। সাংবাদিক  আব্দুল হাকিমের দোকান দখলের বিষয় তিনি বলেন আমি কাউকে  দোকান দখলে হুকুম দেই নাই। মিথ্যা মামলায় আব্দুল হাকিম কিভাবে আসামি হলেন এমন প্রশ্নে  তিনি সদ উত্তর  না দিয়ে  কৌশালে এড়িয়ে যান।

সরেজমিনে গিয়ে স্থানীয় এলাকাবাসীরা জানান সাংবাদিক আব্দুল হাকিমকে অন্যায় ভাবে মিথ্যা অভিযোগে তার ভাইয়ের হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। তার ভাই আজিজ শেখ প্রকৃত স্ট্রক করেছিলেন তিনি স্টকে মারা গেছেন তার মৃত্যুর পিছনে আব্দুল হাকিমের কোন হাত নেই। নাম প্রকাশে অনেক অনিচ্ছুক এক প্রতিবেশী জানান চেয়ারম্যান  বিএনপি নেতা মাসুদ আলমের সাথে সাংবাদিক আব্দুল হাকিমের বিরধের কারণেই  তাকে  মিথ্যা মামলায় দিয়ে

হয়রানি করা হচ্ছে এবং  এবং চেয়ারম্যান নির্দেশে তার দলীয় ক্যাডার আইব আলী গাজী নেতৃত্বে দোকান ঘর দখল করে  বিএনপির পার্টি অফিস করা হয়েছে। তিনি আরো বলেন  আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই । অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের উদ্ধাতন  কর্মকর্তার  নির্দেশে এই মামলাটি সঠিক তদন্ত করে  সাংবাদিক আব্দুল হাকিমের প্রতি ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button