কালিগঞ্জ

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

সে আহসান হাবিব

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এক সভা রবিবার  (৮ নভেম্বর )বেলা ১১ টায় উত্তর কালিগঞ্জ পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত হয়েছে । সংগঠনের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য ডাক্তার আব্দুল কাদেরের সঞ্চালনায় সভায় আসন্ন শীত মৌসুমে পিকনিক ও প্রবীণ সদস্যদের পরিচিতি কার্ড ও অবসর ভাতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মনসুর আলী, অধ্যাপক আব্দুল হামিদ খান, সহ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, কোষাধাক্ষ অধ্যাপক শ্যামাপদ দাস, সহ কোষাধক্ষ্য মোঃ আব্দুল গফুর সরদার, সদস্য আলী সোহরাব, গাজী  লুৎফর রহমান, ডাক্তার আব্দুল নুর, ইলা দেবী মল্লিক, অধ্যাপক হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধ মতলুবর রহমান, শেখ আনোয়ার হোসেন, আব্দুল হামিদ, ঠাকুর দাস কর্মকার, রফিকুল ইসলাম, শাহজাহান সাজু,  প্রমূখ আগামী ২৫ শে ডিসেম্বর কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস প্রাঙ্গণে সংগঠনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে বলে  সিদ্ধান্ত  হয়েছে। এছাড়া প্রত্যেক সদস্যের পরিচিতি কার্ড ও সরকারিভাবে  ভাতার বিষয়টিও আলোচনা করা হয়। কালিগঞ্জ সিনিয়ার সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনটি এলাকার প্রবীণ ব্যক্তিরা সংঘটিত হয়ে ২০২৩ সালে প্রতিষ্ঠিত করেন। এই সংগঠনটি প্রতিষ্ঠিত  হওয়ার পর থেকে এই সংগঠনটি এলাকার ষাট ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের নিয়ে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে । সংগঠনের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান জানান প্রবীণদের জীবন,মান, কর্ম ও কৃতিকে সমুন্নত  রেখে একা একটা সুন্দর, সভ্য, সুশীল  সমাজ বিনিমানে আমরা কালিগঞ্জ উপজেলা সিনিয়ার সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমৃত্যু কাজ করবো এটা আমাদের আদর্শের ভিত্তি। দেশ ও জাতির অগ্রগতিতে তারুণ্যের অনুপ্রেরণা হিসাবে নিজেদের অভিজ্ঞতাকে শেয়ার করা আমাদের উদ্দেশ্য স্পষ্ট আমরা দেশের হতে চাই, দশের হতে চাই, প্রাপ্য সম্মান চাই, দেশ ও সমাজের সকল সংকটে পাশে থেকে আমাদের শক্তিকে নিয়োগ করে দেশকে একটা সমৃদ্ধ শান্তি নিবাস হিসেবে গড়ে তুলতে চাই। এক কথায় একটা দারিদ্র্যমুক্ত, সংস্কার মুক্ত, বৈষম্য মুক্ত, সাম্প্রদায়িক মুক্ত কর্মময় সুস্থ নিরাপদ ও টেকসই উন্নত রাষ্ট্র দেখতে চাওয়াটাই আমাদের স্বপ্ন। এই সংগঠনে আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক,  অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, লেখক সাহিত্যিক ব্যবসায়ীবৃন্দ। বয়স্ক ব্যক্তিরা বৃদ্ধ বয়সে তাদের এই সংগঠনটি মাসে একবার সভার মাধ্যমে মিলিত হয়ে তাদের নিজের স্বাস্থ্য ব্যক্তিগত পারিবারিক বিভিন্ন খোঁজখবর নেওয়া এবং সামাজিক সম্প্রীতি নিয়ে এগিয়ে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button