সাতক্ষীরার তালায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার, (১ ডিসেম্বর) বিকালে মাগুরা ফুটবল ময়দানে মাগুরা ইউনিয়ন কৃষকদলের সভাপতি আলিম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিনমাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা কৃষক দলের আহবায়ক সরদার জাহাঙ্গীর হোসেন ও সদস্য সচিব জামের আলী মেম্বার পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম,সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, যুগ্ম-সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-বন ও পরিবেশ বিষয় ক সম্পাদক মো: মহিউদ্দিন খান শ্যামল, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী আমিনুর রহমান মিনু, সাতক্ষীরা জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দিন লিটন, যুগ্ম আহবায়ক আলী হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ রবিউল ইসলাম রবি, মাগুরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম প্রমূখ।