সাতক্ষীরার তালায় দুই সাংবাদিকের উপর অতির্কিত হামলা করে আহত করেছে যুবদলকর্মী পরিচয় দানকারী সন্ত্রাসী রমজান সরদার (৩৬)। সে ঢ্যামশাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে। আহত সাংবাদিকরা হলেন, জাতীয় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আক্তারুল ইসলাম ও স্থানীয় পত্রিকার সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি মোঃ আতাউর রহমান। এ ঘটনায় আহত দুই সাংবাদিক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২ টায় ইসলামকাটি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ইসলামকাটি ইউনিয়ন পরিষদে জমিজমা সংক্রান্ত বিরোধ সংক্রান্ত মিমাংশার ধায্য দিন ছিলো। এমামলায় বাদীপক্ষের ডাকে ওই সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়। এসময় আগে থেকে ওতপেতে থাকা যুবদলকর্মী পরিচয়দানকারী সন্ত্রাসী রমজান সরদার (৩৬) কাছে থাকা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে। এঘটনায় সাংবাদিক আক্তারের মাথায় গুরুতর জখম হয় এবং সাংবাদিক আতাউর কে কিলঘুসি মেরে আহত করে। পরে স্থানীয়রা আহত দুই সাংবাদিককে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন।
সাংবাদিক আক্তারুল ইসলাম বলেন, ইসলামাকাটি ইউনিয়ন পরিষদে আমার এক আতœীয়ের জমিজমা নিয়ে বিরোধ মিমাংশার কথা ছিল। আমি ও আতাউর বিরোধ মিমাংশার জন্য পরিষদে হাজির হওয়ার সাথে সাথে কোনো কিছু বুঝে উঠার আগেই পিছন দিক থেকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে আমার মাথা ফেঁটে গুরুতর জখম হয়। এসময় সাংবাদিক আতাউর রহমানকেও তারা পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আমদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তী করেন।
এবিষয়ে সন্ত্রাসী রমজান বলেন, সাংবাদিকদের এই শালিসে না থাকার জন্য বলেছিলাম। তারা কথা না শোনায় বাকবিতন্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। এঘটনায় আমিও আহত হয়েছি।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।