জাতীয়

১৬ বছর লোক খুঁজে পাইনি, এখন মঞ্চে জায়গা নাই: দুলু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত প্রায় ১৬ বছর বিএনপির মিছিলে লোক খুঁজে পাইনি। আর এখন এতো বিএনপি হয়েছে যে, মঞ্চে জায়গা পাওয়া যায় না। যারা আওয়ামী লীগের লোকের সঙ্গে হাত মিলিয়ে বিএনপির ওপর হামলা করেছে, তাদের যারা দলে নিয়ে আসবে, সেই সব নেতার ব্যবস্থা আগে করা হবে।

শুক্রবার বিকেলে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় দুলু বলেন, পাঁচ আগস্টের পরিবর্তনের পর অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা এসব ইন্ধন দিচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় সব রাজনৈতিক দলের ঐক্যর বিকল্প নেই।

নির্বাচিত জবাবদিহিমূলক সরকার না থাকলে দেশ সঠিকভাবে চলতে পারে না মন্তব্য করে তিনি বলেন, দেশ‌ এখন সঠিকভাবে চলছে না। ঢাকার রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এই সরকারের মধ্যে এখনও আওয়ামী লীগের লোক রয়েছে। বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে। তাই আমরা দ্রুত নির্বাচনের দাবি জানাই।

বিএনপির নির্বাহী কমিটির এই সদস্য বলেন, নাটোরের সিনিয়র নেতাকর্মীদের মারতে মারতে মরে গেছে মনে করে রেখে যেত আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এখানে আর কোনো সন্ত্রাসী বাহিনী তৈরি হতে দেবো না।

একই সঙ্গে তিনি বলেন, বিএনপির কোনো নেতাকর্মী যদি নিরীহ মানুষের বাড়ি, পুকুর দখল করে তাদেরও প্রতিহত করা হবে।

মাদারীপুরে খুন, ঢাকায় বিএনপি নেতা গ্রেপ্তারমাদারীপুরে খুন, ঢাকায় বিএনপি নেতা গ্রেপ্তার

তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button