সদর

ভোমরা সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ আটক ১

আবু জাফর

১৪ নভেম্বর ১১,৫০ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল ১ জন আসামীসহ আনুমানিক ১ কেজি ২০৫ গ্রাম ৩৯ মিলিগ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরাস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৩/১-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফলমোড় নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আফজাল হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারী পায়ে হেঁটে সীমান্তে গমনকালে আভিযানিকদল বর্ণিত স্থান হতে বাংলাদেশী নাগরিক মোঃ সুমন ইসলাম (১৭) পিতা-মৃত আব্দুল গফুর গাজী, গ্রাম-লক্ষীদাড়ি, ডাকঘর-ভোমরা, থানা-ও জেলা-সাতক্ষীরা’কে ১টি মোবাইলসহ আটক করে। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে তল্লাশী করে তার পরিহিত প্যান্টের পকেটে কালো স্কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করে।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২০৪ গ্রাম ৭০০ মিলিগ্রাম যার মূল্য ১,৪০,৬৬,০৭৭ টাকা, ১টি মোবাইল-২০,০০০ টাকা। সর্বমোট মূল্য ১,৪০,৮৬,০৭৭ (এক কোটি চল্লিশ লক্ষ ছিয়াশি হাজার সাতাত্তর) টাকা। স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button