৫ই আগষ্টের পর থেকে ‘ঝাউডাঙ্গায় বিএনপিতে এখন কর্মী নেই, সবাই নেতা’ কর্মী সমাবেশে অধিকাংশ বক্তৃতায় এ কথা উঠে আসে। তাই কর্মীদের সুসংগঠিত করতে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৪ ডিসেম্বর সন্ধ্যার পর ফুড গার্ডেন প্রাঙ্গনে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। উক্ত কর্মী সমাবেশে ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুবদলের সাবেক সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল নাছের ডিউক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর আওয়ামী সন্ত্রাসীরা ঝাউডাঙ্গায় যে রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছিল তা বিগত কোন সরকারের আমলে দেখা যায়নি। এ দীর্ঘ সময়ে তারা ঝাউডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের নানা মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছিল।বিএনপির রাজনীতি করি বলে বিগত ১৬ বছরে ১১বার কারাবরণ ও বহুবার নির্যাতনের শিকার হয়েছি। তবুও দুনীতিবাজ অন্যায়কারীদের কাছে মাথানত করেনি, ভবিষ্যতেও করবোনা। দ্রুতই কমিটির ঘোষিত হবে তাই সকল নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।” অন্যান্য বক্তারা বলেন, শত্রুরা এখনো আমাদের আশপাশে ঘুরছে। এক শ্রেণির নেতারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দলকে ধ্বংস করার পায়তারা করছে। তাই দেশ ও দলকে বাঁচাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি দলকে সুসংগঠিত করতে কর্মীদের ভূমিকা অতুলনীয়। তবে পরিতাপের বিষয় ৫ আগষ্টের পর থেকে এখন কর্মী নেই, সবাই নেতা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম আহবায়ক যুবদল মোঃ কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, যুবদলের অন্যতম নেতা সিরাজুল ইসলাম। সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফরহীম সিদ্দীক কমল, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট লতিফ হলের সাবেক সভাপতি মোখলেছুর রহমান পলাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ঝাউডাঙ্গা কলেজের সহকারী অধ্যাপক শওকত আলী প্রমূখ। আরো উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের শেখ আব্দুল আলীম, অপু হোসেন, শামীম হোসেন, সুজন আহম্মেদ, সাগর হোসেন, আতিক হোসেন, সিয়াম হোসেন, বাপ্পি ইসলাম, যুবদলের ছোট বাপ্পি, আব্দুল হাই, সামিউল ইসলাম, মোঃ বাবু, মোঃ রানা, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, তোতা, সরোয়ার, আজহারুল, রফিকুল, আনিছুর, সালাম, আসাদ, কামরুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সজিব হোসেন, সুজন হোসেন, তৌফিক হোসেন, মহিউদ্দিন হোসেন, শ্রমিক দলের লাভলু হোসেন, আনিছুর রহমান, আলাউদ্দিন হোসেন, বাশার সহ ইউনিয়নের ৯টি ওয়ার্ড নেতা-কর্মীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবকদল নেতা আব্দুল হামিদ শেখ।