বর্ণীল আয়োজনের মধ্যদিয়ে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারের পুরাতন মুরগিহাট নামক স্থানে প্রেসক্লাব চত্বরে ফিতা কেটে কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের আহবায়ক একরামুল করীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক ইকবাল হোসেন, সিনিয়র শিক্ষক মাওলানা মহিদুল ইসলাম, শিক্ষক অলিউর রহমান, ঝাউডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল নাছের ডিউক, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাফ হোসেন, অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরা ভিশনের নির্বাহী সম্পাদক আবু রায়হান প্রমূখ। আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব সদস্য সচিব ডা: আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক রাশেদ রেজা তরুণ, সদস্য মোমিনুর রহমান সবুজ, আবদুল্লাহ আল-মামুন, আবুল হোসেন, মাস্টার নাজমুল হুদা, কামরুজ্জামান, হাছিবুর রহমান সহ সকল সদস্যবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির জাগ্রত বিবেক। আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্থম্ভ। তাই সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে, দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অতি গুরুত্বর্পূণ। সাংবাদিকতা পেশায় যেমন ঝুঁকি রয়েছে, তেমন রয়েছে সম্মান। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকরা জীবন বাজি রেখে অন্যায়-অপরাধ ও সমাজের উন্নয়নের সংবাদ জাতির সামনে তুলে ধরেন।
সাইবার সিকিউরিটি আইন বাতিলের দাবি জানিয়ে বক্তারা বলেন, বিগত দিনে এই আইনের অপপ্রয়োগের কারণে অনেক সাংবাদিক হয়রানিমূলক মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তাই অনতিবিলম্বে এই কালো আইন বাতিল করতে হবে।’ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সদস্য মোস্তাফিজুর রহমান।