সাতক্ষীরা

প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ডিসি

‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা শহরের প্রাণসায়র খালের পূর্বপাশে প্রেস উদ্যানে আমগাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

জেলা প্রশাসক বলেন, “প্রকৃতির মাঝেই জীবনের অস্তিত্ব। প্রকৃতিকে বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সাতক্ষীরার জলাবদ্ধতা দূর করতে খাল ও নদীর অবৈধ দখলমুক্তকরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম চলছে।” তিনি জানান, প্রাণসায়র খালের দু’পাশে নান্দনিক উদ্যান তৈরির পরিকল্পনা রয়েছে এবং পৌরসভাকে গাছের সুরক্ষা ব্যবস্থা নিতে আহŸান জানান। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, মানবাধিকারকর্মী, সাহিত্যিক, কবি, ও বিডি ক্লিনের শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে প্রকৃতি ও জীবন ক্লাব দুই শতাধিক বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করে। জেলা প্রশাসক সংগঠনের এ পরিবেশবান্ধব উদ্যোগের জন্য ধন্যবাদ ও সফলতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button