সদরস্বাস্থ্য
বাঁশদহা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে নিয়মিত উত্তোলন হয়না জাতীয় পতাকা!
বাঁশদহা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা সদরের ০১নং বাঁশদহা ইউনিয়নের রেউই বাজারে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। এই ইউনিয়নে ২০ হাজার লোকের বসবাস। এখানে মানুষ চিকিৎসা সহ বিভিন্ন ঔষধ নিয়ে থাকে। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মত এমন একটি সরকারি গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিনিয়ত উত্তোলন হচ্ছে না জাতীয় পতাকা। স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে আসা অনেকেই জাতীয় পতাকা উত্তোলন না হওয়ার বিষয়টি লক্ষ্য করেছেন। স্বাধীন দেশে সরকারী প্রতিষ্ঠানে চাকরী করেও মানছেন না সরকারী নিয়ম। এ যেন অনিয়মই নিয়মে পরিনত হয়েছে। রবিবার ২৭ অক্টোবর সকাল ১০:৪৬ মিনিটে সরজমিনে যেয়ে দেখতে পায় বিষয়টি।সেখানে উপস্থিত রবিউল ইসলাম (পিয়ন) এর সাথে পতাকা উত্তোলনের বিষয়ে কথা বললে তিনি শারীরিক অসুস্থতার কথা বলে বিষয়টি এড়িয়ে যান।