সাতক্ষীরার দেবহাটা উপজেলার ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিসনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর পারুলিয়া বাজার কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার (২৬ অক্টোবর) রাত ৮টায় পারুলিয়া বাজার সংলগ্নে এ কমিটি গঠন করা হয়।
এ অনুষ্ঠানে আইবিডব্লিউএফ’র উপজেলা সভাপতি শেখ আব্দুল মজিদ ময়না’র সভাপতিত্বে সেক্রেটারী এহছানুর হকের সঞ্চালনায় প্রধান অতিধি ছিলেন, আইবিডব্লিউএফ’র জেলার অন্যতম বিশেষ উপদেষ্টা আলহাজ্ব মাহবুবুল আলম, মোস্তফা আসাদুজ্জামান (মুকুল), জেলা সেক্রেটারী মহিউদ্দীন মাহমুদ, উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন উপদেষ্টা মাওলানা আবু ইউসুফ প্রমুখ।
বক্তরা বলেন, পৃথিবীতে অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে ব্যবসাই উপার্জনের সবচেয়ে বড় মাধ্যম হলো ব্যবসা, যা আল্লাহর রাস্তায় আত্মসমর্পণের অন্যতম উপায়। হালাল জীবিকা উপার্জনের যত পদ্ধতি আছে, ব্যবসা-বাণিজ্যই এসবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। হারাম-হালাল মেনে ব্যবসা করা, সুদ, প্রতারণা ইত্যাদি থেকে বিরত থেকে ব্যবসা করা তাকওয়ার অনুশীলন ছাড়া আর কিছু নয়। সালাতের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসা-বাণিজ্য ছেড়ে মসজিদে গমন আখিরাতের পুণ্য হাসিলের মাধ্যম।
পরে ৩১ সদস্য বিশিষ্ট পারুলিয়া বাজার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি ডা: সোহারব হোসেন, সহ-সভাপতি আজিজুল হক, মাসুম বিল্লাহ, রুহুল আমিন, সাধারন সম্পাদক মাসুদ আন আযম, সহ-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, আরিফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-অর্থ সম্পাদক মেজবাহউদ্দীন মাহমুদ, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম (মনি), সহ-প্রচার সম্পাদক মোসলেমউদ্দীন, বাণিজ্য সম্পাদক শাহাদাৎ হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, সহ-দপ্তর সম্পাদক শেখ ফারুক হোসেন নির্বাচিত হন।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন, আইবিডব্লিউএফ’র উপজেলা সহ-সভাপতি আব্দুল হান্নান।