Uncategorized

পিচের রাস্তা এখন কাঁচা সড়ক।

বাঁশদহা ইউনিয়ন প্রতিনিধি : সাতক্ষীরা  জেলা সদরের ০১নং বাঁশদহা ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের রেউই সরদার বাড়ির মোড় থেকে বড় বাগান পর্যন্ত আধা কিলোমিটার রাস্তার বেহাল দশা। পিচের রাস্তা হলেও কোথাও নেই বিটুমিনের আস্তর। এই রাস্তা চলাচলের মাধ্যম হিসাবে ব্যবহার করে থাকে ১হাজার (প্রায়) মানুষ। কিন্তু এই সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। রাস্তা দিয়ে কৃষকের বিভিন্ন যানবাহন ব্যাবহার করে থাকে ফসল ঘরে তোলার কাজে। এই যানবাহন চলাচল এখন বিপদ জনক হয়ে উঠেছে। রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে, একটু বৃষ্টি হলেই কাঁদা -পানি  জমে থাকে। দীর্ঘদিন ধরে পড়ে আছে বেহাল দশায়। তথ্য সংগ্রহে গেলে স্থানীয় লোকজন সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরাকে জানায় যে রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে গেছে। পিচের রাস্তা এখন কাঁচা রাস্তায় রুপান্তর হয়ে গেছে। আনিসুর রহমান, শরীফুরজ্জামান,ইব্রাহিম সহ আরও অনেকে রাস্তাটি যাতে দ্রত সংস্কার হয় তার দাবি জানিয়েছেন। সাতক্ষীরা এলজিইডি কমকর্তার সাথে রেউই সরদার বাড়ির মোড় থেকে বড়বাগান পর্যন্ত ১কিলোমিটার রাস্তা সংস্কারের কথা বলতে গেলে  জানায় যে রাস্তাটার কোন আইডি নেই বলে জানিয়েছেন। এলাকা বাসির দাবি রাস্তাটি যাতে দ্রুত সংস্কার হয়।

Related Articles

Back to top button