সাতক্ষীরা সদরের ০১নং বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালী গ্রামের মালেশিয়া প্রবাসী ফাহাদিস আলমের কন্যা নুসরাত (০৭) পানিতে ডুবে মৃত্যু হয়।
নিহত নুসরাত রেউই বাজারে অবস্থিত মির্জানগর প্রি ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। সে ১৭/০৯/২৪ বেলা ০১ টার সময় বাড়ির পাশের একটি পুকুরে যায় গোসল করতে, তার সাথে তারই সমবয়সী দুই জন ছিল। পানিতে নেমে তারা সাঁতার কাটছিল কিন্তু সে আর কিনারায় ফিরে আসতে পারে নাই এবং ডুবে যায়। তার সাথে থাকা ছেলেমেয়েরা চিৎকার করে এবং স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। ততক্ষণে তার মৃত্যু হয়। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আছরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়।