তুজলপুরে সুপারি গাছ মাথায় পড়ে এক বৃদ্ধের মৃ’ত্যু
মোমিনুর রহমান সবুজ: সুপারি গাছ ভেঙ্গে মাথায় পড়ে মোসলেম মোল্লা (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার ১৮ই সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তার বাড়ি সাতক্ষীরা সদরের তুজলপুরে গ্রামে। তিনি সাতক্ষীরার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার জমিদাতা।
মৃতের স্বজন প্রভাষক রাশেদ রেজা তরুন জানান, মোসলেম মোল্লা আজ সকাল সাড়ে সাতটার দিকে শ্রমিক দিয়ে গাছ থেকে সুপারি পেড়ে নিচ্ছিল। এ সময় তিনি সুপারি গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি সুপারি গাছ তার গায়ের উপরে ভেঙ্গে পড়ে। এতে তিনি মারাত্মক আহত হন। দ্রুত তাকে তুজলপুর মোড়ে ডাক্তার মোফাখ্খারুল ইসলামের নিকট নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে ঝাউডাঙ্গা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী সহ সুশীল সমাজের মানুষেরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।