সাতক্ষীরার তালায় সাংবাদিক ফোরামের উদ্দ্যোগে ও চরগ্রাম আদর্শ যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় চরগ্রামে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার দুপুর ২টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “দুই লাখ টাকার আট দলীয় মেগা ফুটবল টুর্নামেন্ট ২০২৪” ফাইনাল অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা হাবিবুল ইসলাম হাবিব। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান বাংলাদেশকে আমরা বৈষম্যমুক্ত দেখতে চাই। আগামীর তরুণ ও যুবসমাজ মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি মনোযোগী হবে, এটাই আমাদের প্রত্যাশা।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।আয়োজনের সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও তালা প্রেসক্লাবের সভাপতি মাস্টার এম এ হাকিম। টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করে চরগ্রাম আদর্শ যুব সংঘ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা হাবিবুল ইসলাম হাবিব। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান বাংলাদেশকে আমরা বৈষম্যমুক্ত দেখতে চাই। আগামীর তরুণ ও যুবসমাজ মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি মনোযোগী হবে, এটাই আমাদের প্রত্যাশা।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।আয়োজনের সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও তালা প্রেসক্লাবের সভাপতি মাস্টার এম এ হাকিম। টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করে চরগ্রাম আদর্শ যুব সংঘ।
সাতক্ষীরা ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাব এবং ডুমুরিয়া ডায়াগনস্টিক সেন্টারের দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে জাঁকজমকপূর্ণ এ ফাইনাল খেলায় ভাদড়া বাউখোলা স্পোর্টিং ২ ডুমুরিয়া ডায়াগনস্টিক সেন্টারের দলকে ১পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় অংশ নেয় সাতক্ষীরা ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাব এবং ডুমুরিয়া ডায়াগনস্টিক সেন্টার। উত্তেজনাপূর্ণ এই খেলাটি দর্শকদের মুগ্ধ করে। মাঠভর্তি দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে।
এই টুর্নামেন্টটি তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার প্রতি আকৃষ্ট করার পাশাপাশি একটি সুন্দর, শক্তিশালী সমাজ নির্মাণে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।