কালিগঞ্জ
উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও এ্যাডভোকেসি সভা
শেখ আহসান হাবিব কালিগঞ্জ উপজেলা সংবাদদাতা
১২ ডিসেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের সভাপতিত্বে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউ পি চেয়ারম্যান,ইউঃ পি সংরক্ষিত সদস্য, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি , যুব ও এনজিও প্রতিনিধিবৃন্দ। স্বাগত বক্তব্যে সভার উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব অর্না চক্রবর্তী।প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম কর্মকৌশল ও প্রত্যাশিত ফলাফল সহ আশ্বাস প্রকল্পের পরিচিতি ও “প্রেরণার আলোক শিখা” নামক প্রামান্য চিত্র প্রদর্শনী করা হয় । এছাড়াও মানব পাচার প্রতিরোধে কমিটির সক্রিয় কার্যক্রম, কমিটির পরিচিতি গঠন এবং মানব পাচারের সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিত করণ ও সম্পৃক্তকরণের গুরুত্ব কৌশল নির্ধারণ সহ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। প্রোগ্রাম অফিসার সীমা বিশ্বাস এর সঞ্চালনায় রূপান্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সমন্বয়কারী সুমন চন্দ্র চন্দ ও দিপ্তী রায়।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ চন্দ্র মন্ডল। উল্লেখ্য,আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড আ্যম্বাসিডরের সহযোগীতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় বাস্তবায়ন করছে।