সাতক্ষীরার কলারোয়া উপজেলার রঘুনাথপুর স্কুলের সামনে বাস ও ব্যাটারী চালিত ভ্যানের সাথে সংঘর্ষে নবীছোন বিবি(৫৬) নামে এক মহিলা নিহত ও দু-জন আহত হয়েছেন। বৃহঃপতিবার (১২ডিসেম্বার) সকাল ৯/৪৫ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় যশোর থেকে সাতক্ষীরা গামী বাস যার নং- যশোর –জ ১১-০০৩৯ এর সাথে সংঘর্ষ হলে নবীছোননেছা গুরুতর আহত হয় আহত অবস্থায় তাকে কলারোয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নবীছোন বিবি কে মৃত্য ঘোষনা করেন।এবং আহত নবীছোন বিবির স্বামী নিছার আলী (৬০) গ্রাম নাকিলা কে দ্রæত সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। ও ভ্যানচালক মোঃ ঈমান আলী (৫২) গ্রাম নাকিলা কলারোয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয় কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সামছুল আরেফিন বলেন আমি ছুটিতে আছি শুনেছি বাদীর পক্ষ থেকে এখনো মামলাবিষয় কোন অভিযোগ পত্র পাইনি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।