সর্বশেষ খবরসাতক্ষীরা
Trending

উদারতার আয়োজ‌নে স্মরনসভা অনু‌ষ্ঠিত

‌সাতক্ষীরা জেলার অন‌্যতম বৃহৎ স্বেচ্ছা‌সেবী সংগঠন উদারতার স্বপ্নদ্রষ্টা ও প্রাণপুরুষ আব্দুল্লাহ মাহমুদ চৌধুরী ১৯ শে ন‌ভেম্বর ২০২৪ ভোর ৩.৩০ মি‌নি‌টে পৃ‌থিবীর মায়া ত‌্যাগ ক‌রেন । গতকাল ৭ ই সে‌প্টেম্বর দুপুর ১১ টায় তার স্ব‌প্নের প্রতিষ্ঠান উদারতা তার জন্মস্থান শ্রীউলা‌তে এক‌টি স্মরনসভার আয়োজন ক‌রেন  । উক্ত স্মরনসভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন প্রতিষ্ঠান‌টির নির্বাহী প‌রিচালক  জুবা‌য়ের আহ‌ম্মেদ  শিমুল । মহাইমিনুল ইসলা‌মের সঞ্চালনায় বক্তব‌্য রা‌খেন আমিনুল ইসলাম বুলু, আতাউল্লাহ চৌধুরী,  জিতু চৌধুরী, লাল্টু চৌধুরী প্রমুখ। মাহমুদ স্মর‌নে উদারতার প‌রিচালক ব‌লেন,  আমরা এক অমূল‌্য সম্পদ হা‌রি‌য়ে‌ছি । যি‌নি জীবন মর‌নের স‌ন্ধিক্ষ‌নে ও অসহায় মানুষ‌দের নি‌য়ে ভে‌বে‌ছেন অসহায়‌দের জন‌্য ভাবনার জন‌্য মাহমুদ সা‌হেবরা প্রতি‌দিন জন্মায় না। অনান‌্যদের ভিত‌রে উপ‌স্থিত ছি‌লেন তা‌হের,  রোকন, ময়নুর, হা‌সিব, আরিফ,দে‌লোয়ার, হা‌বিবুর,সে‌লিম, আলা‌মিন প্রমুখ। সমগ্র কার্যক্রম‌টি আল-আমি‌নের দিক‌নি‌র্দেশনায় প‌রিচালনা ক‌রেন মোস্তা‌ফিজুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button